Google AdMob Banner এর সাইজ ৩২০ x ৫০ পিক্সেল। এ সাইজের বিজ্ঞাপন সকল সাইজের মোবাইলে ব্যবহারকারীকে বিরক্ত না করে উপস্থাপনের জন্য আর্টিকেলটি পড়ুন।
বিজ্ঞাপন Interactive Element এর থেকে পৃথক রাখা
এ্যপসের উপাদানের সাথে বিজ্ঞাপন প্রদান করা হলে ব্যবহারকারী বিভ্রান্তিতে পড়তে পারেন। তাছাড়া অসাবধানতা বা ভুল বশৎ বিজ্ঞাপনে ক্লিক পড়ে যেতে পারে। এজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে, একটি এ্যাপে ব্যবহৃত উপাদান যেমন মেনু, বাটন ইত্যাদি হতে বিজ্ঞাপন পৃথক রাখতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে, কিছুটা মার্জিন বা বর্ডার দিতে হবে।
উদাহরণ হিসেবে ছবি ২টি দেখুন।
বর্ডার দিয়ে বিজ্ঞাপন পৃথক করণ
কিছু ব্যানার অ্যাড রয়েছে যেগুলো স্ক্রীনের উপরে বা নিচের অংশে স্টিকী করা থাকে। এক্ষত্রে মূল কন্টেন্ট থেকে পৃথক করার জন্য বর্ডার দেওয়া প্রয়োজন।
ব্যানার বিজ্ঞাপনের জন্য একটি নির্দিষ্ট স্থান বরাদ্দ করুন
সাধারণত অ্যাপ কন্টেন্ট আগে লোড হয় এবং ব্যানার অ্যাড লোড হতে একটু সময় নিতে পারে। এক্ষেত্রে ব্যানারের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ না থাকলে অ্যাড লোড হওয়ার পর অ্যাপ কন্টেন্ট স্থান পরিবর্তন করতে পারে। ফলে ব্যবহারকারী অনাকাঙ্খিত ভাবে অ্যাডে ক্লিক করে ফেলতে পারে।
এজন্য ব্যানার বিজ্ঞাপনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থান বরাদ্দ রাখুন।
যেকোন স্ক্রীন সাইজের উপযোগী করে বিজ্ঞাপন দিন
ব্যবহারকারী যেকোন সাইজের মোবাইল স্ক্রীন ব্যবহার করতে পারেন। এজন্য ব্যানার এড এমনভাবে সংযুক্ত করতে হবে যেন যেকোন স্ক্রীন থেকে ব্যবহার করা যায় এবং ব্যবহারকারী অনাকাঙ্খিতভাবে অ্যাডের উপর ক্লিক না করে।