সবগুলো ফাইল বা প্রোগ্রাম একসাথে মিনিমাইজ Minimize করুন
কম্পিউটারে কাজ করার সময় অনেক ক্ষেত্রে সবগুলো ফাইল/প্রোগ্রাম একসাথে বন্ধ করার প্রয়োজন হয়। এটি হতে পারে নিরাপত্তার কারণে বা দ্রুত কাজ করার জন্য। আপনার কম্পিউটারে যতগুলো ফাইল বা প্রোগ্রাম ওপেন করা আছে সবগুলো একসাথে মিনিমাইজ minimize করার জন্য শর্টকাট Window key+D ব্যবহার করুন।
শর্টকাট প্রেস করে কম্পিউটার বা ল্যাপটপ লক করুন
কম্পিউটারে কাজ করার সময় নিরাপত্তার কারণে বা দ্রুত কাজ করার জন্য কম্পিউটার লক lock করার প্রয়োজন হয়। আপনার কম্পিউটার বা ল্যাপটপ লক lock করার জন্য শর্টকাট Window key+L ব্যবহার করুন।
গোপনীয় ফাইল/ফোল্ডার হাইড করুন
কম্পিউটারে যদি আপনার কোন গোপনীয় ফাইল বা ফোল্ডার থাকে তাহলে আপনি তা লুকিয়ে রাখতে পারেন।
- এজন্য আপনি যে ফাইল বা ফোল্ডার Hide করতে চান সেটির উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
- Properties এর General Tab থেকে Attributes: Hidden এক ক্লিক করুর। একটি টিক চিহ্ন বসবে।
- এবার Apply তে ক্লিক করে OK প্রেস করে বের হয়ে আসুন।
তাহলে আপনার ফাইল Hidden হয়ে যাবে। কেউ দেখতে পাবে না। কিন্তু আপনি দেখবেন কিভাবে? এজন্য –
কম্পিউটারের হিডেন ফাইল/ফোল্ডার দেখুন
- যে ফোল্ডারে আপনার ফাইল বা ফোল্ডার ছিল সেটি ওপেন করুন।
- View মেন্যু থেকে Options এ ক্লিক করুন।
- Change Folder and Search Options এ ক্লিক করুন। তাহলে Folder Options ওপেন হবে।
- Folder Options এর View ট্যাব থেকে Show hidden files, folders and drives এর রেডিও বাটনে ক্লিক করে Apply তে ক্লিক করুন। এবার OK প্রেস করে বের হয়ে আসুন। তাহলে আপনার ফাইল আপনি দেখতে পাবেন।
কম্পিউটারের গতি বাড়ানোর ৭টি টিপস
কম্পিউটারের গতি বাড়ানোর জন্য টিপস জানতে এ লিংকে ক্লিক করুন।
শর্টকাট দিয়ে স্ক্রীন সমান ভাগ করে প্রোগ্রাম ব্যবহার করুন
- কম্পিউটারের স্ক্রীন সমান দুই ভাগে ভাগ করে যে দুইটি প্রোগ্রাম ওপেন করতে চান তার প্রথমটির উপর ক্লিক করে Windows + Left Arrow প্রেস করুন এবং অপর প্রোগ্রামটির উপর ক্লিক করে Windows + Right Arrow প্রেস করুন।
- বিস্তারিত ভিডিও দেখে নিন।
Open program দেখুন এবং Switch করুন
- কম্পিউটারে এক সাথে একাধিক প্রোগ্রাম ব্যবহার করার প্রয়োজন হয়। একটি প্রোগ্রাম ব্যবহারের সময় অন্যান্য প্রোগ্রামগুলো মিনিমাইজ করা থাকে বা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এক্ষত্রে এক প্রোগ্রাম হতে অন্য প্রোগ্রামে দ্রুত যাওয়ার জন্য ক্লিকের পরিবর্তে শর্টকাট ব্যবহার করা যায়।
- ওপেন করা প্রোগ্রাম গুলো দেখার জন্য বা এক প্রোগ্রাম হতে অন্য প্রোগ্রামে দ্রুত যাওয়ার জন্য একই সাথে Alt+Tab প্রেস করতে হয়।
- অনেকগুলো প্রোগ্রাম একসাথে ওপেন করা থাকলে Alt চেপে রেখে Tab প্রেস করতে থাকলে একটির পর একটি প্রোগ্রাম সিলেক্ট হবে। প্রয়োজনীয় প্রোগ্রাম সিলেক্ট করার পর Alt বাটন ছেড়ে দিলে প্রোগ্রামটি স্ক্রিনে ওপেন হবে।
- বিস্তারিত ভিডিও দেখুন।
শর্টকাট দিয়ে New Folder তৈরি করুন
- কম্পিউটারে বিভিন্ন সময় নতুন ফোল্ডার তৈরি করার প্রয়োজন হয়। এজন্য যেখানে New Folder তৈরি করতে চান সেখানে Ctrl+Shift+N এক সাথে প্রেস করুন। তাহলে New Folder Create হবে।
- এবার প্রয়োজনীয় নাম লিখে Enter প্রেস করুন। খুব কম সময়ের মধ্যে আপনি New Folder Create করতে পারবেন।
- বিস্তারিত ভিডিও দেখুন।
শর্টকাট দিয়ে File বা Folder এর নাম পরিবর্তন করুন
- কম্পিউটারে বিভিন্ন সময় ফোল্ডার/ফাইলের নাম পরিবর্তন করার প্রয়োজন হয়।
- এজন্য যে Folder টির নাম পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করে কী বোর্ড হতে F2 বাটন প্রেস করুন।
- বিস্তারিত ভিডিও দেখুন।
শর্টকাট দিয়ে Program বন্ধ করুন
- দ্রুত কাজ করার জন্য শর্টকাট ব্যবহার করা উচিৎ।
- দ্রুত কোন প্রোগ্রাম বন্ধ করার জন্য Alt + F4 প্রেস করতে হয়।
- বিস্তারিত ভিডিও দেখুন।
Drive এর Structures বা Folder/Subfolder/File দেখুন
- কম্পিউটারে সকল Drive এর Structure Folder/Subfolder/File দেখতে চাইলে:
- প্রথমে command prompt ওপেন করুন। এজন্য Window+R প্রেস করে Run কমান্ড ওপেন করুন।
- Run কমান্ডে cmd লিখে Enter প্রেস করুন। তাহলে command prompt ওপেন হবে।
- command prompt এ tree লিখে এন্টার প্রেস করুন।
- তাহলে কম্পিউটারে সকল Drive এর Structure Folder/Subfolder/File দেখতে পাবেন।
- বিস্তারিত ভিডিও দেখুন।
System information বা Computer Properties
- কম্পিউটারের Configuration দেখার জন্য Computer Properties বা System Information ওপেন করতে হয়।
- Computer Properties ওপেন করার জন্য Computer এর উপর রাইট বাটন ক্লিক করে প্রোপাটিজ এর উপর ক্লিক করলে Computer Properties ওপেন হয়।
- অথবা কম্পিউটারের আইকনের উপর ক্লিক করে Ctrl+Enter প্রেস করলেও Computer Properties ওপেন হয়।
- তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো- শর্টকাট হিসেবে Windows + Pause/Break প্রেস করেও Computer Properties ওপেন করা যায়।
- বিস্তারিত ভিডিও দেখুন।
বিস্তারিত
- https://codescracker.com/computer-tricks/
- https://www.techspot.com/article/2587-best-computer-tips-tricks/
- onpartech.com/good-computer-tricks/