Payoneer কি?
বর্তমান সময়ে ফ্রিল্যান্সারদের কাছে Payoneer একটি জনপ্রিয় Payment Gateway. কারণ এর মাধ্যমে ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইট যেমন fiverr.com, upwork.com, freelancer.com হতে এবং যেকোন Client হতে আপনার পেমেন্ট গ্রহণ করতে পারবেন। তাছাড়া আপনি একটি Payoneer Master Card পাবেন।
কিভাবে Payoneer Account খুলব?
আপনার কাংখিত পেওনিয়ার Account Open করার জন্য প্রথমে Payoneer.Com ওয়েবসাইটে যান। এরপর প্রয়োজনীয় তথ্য, মোবাইল নং, জাতীয় পরিচয়পত্র নং এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা দিয়ে Payoneer Account ওপেন করুন।
একটি বিষয় খেয়াল রাখবেন আপনার ঠিকানা ভেরিফাই করা লাগবে। এজন্য Bank Statement, বা Utility বিলে যে ঠিকানা দেওয়া আছে সেটিই ব্যবহার করুন।
Payoneer MasterCard কি?
পেওনিয়ার Master Card হলো Payoneer.com এবং Master Card Inc. এর যৌথ উদ্যোগে তৈরি একটি মাস্টার কার্ড যা দিয়ে আপনি অনলাইনে কেনাকাটাসহ, স্টোর থেকে পণ্য ক্রয় করতে পারবেন এমনকি ATM Booth থেকেও টাকা উঠাতে পারবেন।
Paoneer Master Card দুই ভাবে পাওয়া যায়-
- Virtual Master Card
- Plastic Master Card
Virtual Master Card দিয়ে আপনি শুধুমাত্র অনলাইনে কেনাকাটা করতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন কিন্তু ATM Booth হতে টাকা উঠাতে পারবেন না বা স্টোরে ব্যবহার করতে পারবেন না।
Payoneey থেকে টাকা উঠানোর সঠিক নিয়ম জানতে এ লিংকে ক্লিক করুন।
কিভাবে Payoneer MasterCard পাব?
Payoneer MasterCard পেতে হলে প্রথমে কোন মার্কেট প্লেস যেমন- fiverr.com, upwork.com, freelancer.com, amazon,com ইত্যাদি হতে কমপক্ষে ১০০ ডলার Payoneer একাউন্টে জমা হতে হবে।
অনলাইনে অনেকেই Payoneer Master Card বা Payoneer Account এ ডলার Transfer করার প্রলোভন দেখিয়ে থাকে। কারো প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না।
এক্ষেত্রে আপনার একাউন্ট বাতিল হয়ে যেতে পারে।
বিস্তারিত ভিডিও দেখুন-
MasterCard হিসেবে Payoneer এর সুবিধা
- একটি Worldwide গ্রহণযোগ্য মাস্টারকার্ড পাবেন।
- Currency অনুযায়ী আমেরিকাসহ বিভিন্ন দেশে Virtual ব্যাংক Account ওপেন করতে পারবেন এবং সে একাউন্টে টাকা জমা করতে পারবেন।
- Online থেকে Mastercard সাপোর্ট এমন যেকোনো জায়গা থেকে যে কোনো কিছু কিনতে পারবেন।
- US Payment Service এর মাধ্যমে Paypal, Moneybookers, সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহন করতে পারবেন।
- Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের Master Car Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন।
Payoneer MasterCard এর চার্জ
Payoneer এর বাৎসরিক চার্জ বা ফি ২৯.৬৫ ডলার। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ২% পর্যন্ত কমিশন নিয়ে থাকে।