কম্পিউটারের গতি বাড়ানোর ৭টি টিপস

কম্পিউটারের গতি বাড়ানোর ৭টি টিপস
কম্পিউটার ব্যবহারের কারণে গতি ধীরে ধীরে কমে যায়। গতি বাড়ানোর বেশ কিছু পদ্ধতি রয়েছে। হার্ডওয়ার কনফিগারেশন পরিবর্তন করে গতি বৃদ্ধি করা যায়। প্রাথমিক ভাবে উইন্ডোজের সেটিংস পরিবর্তন এবং স্প্যাম/জ্যাম ক্লিন করেও কম্পিউটারের গতি বাড়ানো যায়। এজন্য ৭ দিন পর পর নিম্নবর্ণিত ৭টি পদ্ধতি প্রয়োগ করুন।

কম্পিউটারের গরম হয়ে গেলে করণীয়

কম্পিউটার চলার সময় কিছুটা গরম হয়। তবে বেশি গরম হলে কম্পিউটারের গতি ধীর হয়ে যায়। এমনকি বেশি গরম হলে কম্পিউটার নষ্টও হয়ে যেতে পারে। এজন্য খেয়াল রাখুন যেন বেশি গরম না হয়।  বিশেষ করে যখন পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। ল্যাপটপের ক্ষেত্রে কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন। ডেস্কটপের ক্ষেত্রে এক্সট্রা ফ্যান লাগাতে পারেন। যেখানে আলো-বাতাস ভালো চলাচল করে সেখানে ব্যবহার করতে পারেন। 

কম্পিউটার অন হতে দেরি হলে করণীয়

ল্যাপটপ বা কম্পিউটার অন করার  সময় প্রয়োজনীয় প্রোগ্রামের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চালু হয়। এর মধ্যে কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো ব্যবহার করা হয় না। এর ফলে কম্পিউটারের গতি কমে যায়। উইন্ডোজ ১০-এর টাস্ক ম্যানেজার থেকে সহজেই এগুলো বন্ধ করা সম্ভব। এ জন্য

  • কি–বোর্ডে একসঙ্গে Ctrl, Shift এবং Esc চাপুন।
  • অথবা স্টাটাস বারের উপর রাইট ক্লিক করে Task Manager এ ক্লিক করুন।

টাস্ক ম্যানেজার এর Startup ট্যাবে ক্লিক করুন। এখানে কম্পিউটার চালুর সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া প্রোগ্রামের তালিকা দেখা যাবে। অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো সিলেক্ট করে Disable এ ক্লিক করুন। তাহলে কম্পিউটার চালুর সময় সেগুলো নিজ থেকে আর চালু হবে না। ফলে আপনার কম্পিউটার দ্রুত ওপেন হবে এবং গতি থাকবে বেশি।

অপ্রয়োজনীয় সফটওয়ার মুছে ফেলুন

আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় সফটওয়ার মুছে ফলতে Control Panel ওপেন করুন। ডেস্কটপে Control Panel না থাকলে স্টার্ট মেন্যু থেকে সার্চ করে বের করতে পারেন। এখানে থেকে অপ্রয়োজীয় সফটওয়ারসমূহ সিলেক্ট করে Uninstall এ ক্লিক করুন। এক্ষেত্রে ডায়ালগবক্স ওপেন হতে পারে সেক্ষেত্রে অপশনে টিক দিয়ে নেক্সট/ওকে- এ ক্লিক করে করে সম্পন্ন করুন। Uninstall সম্পন্ন হলে Restart চাইতে পারে। সেক্ষেত্রে Restart করুন। 

Temporary File মুছে ফেলুন

কাজ করার সময় কম্পিউটারে কিছু Temporary File জমা হয়। যেগুলো নিয়মিত মুছে ফেলুন। এজন্য Run Command ব্যবহার করতে পারেন। Windows+R শর্টকাট কী ব্যবহার করে Run Command ওপেন করতে পারবেন। এখান থেকে নিম্নবর্ণিত শব্দগুলো লিখে ওপেন করুন:

  • Temp
  • %Temp%
  • Recent
  • Prefetch

ওপেন হওয়ার পর সবগুলো Delete করুন। এজন্য Ctrl+A ব্যবহার করে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। ডিলিট সম্পন্ন হলে Recycle Bin থেকে সবগুলো পুনরায় ডিলিট করুন বা Recycle Bin এর উপর রাইট বাটন ক্লিক করে Empty Recycle Bin এ ক্লিক করুন। এছাড়াও নিয়মিত Run Command এ Tree লিখে ওকে প্রেস করলেও কম্পিউটারের গতি বৃদ্ধি পায়।

বিস্তারিত জানার জন্য ভিডিও দেখুন:-

Disk Cleanup করে জায়গা খালি করুন

ধীর গতির কম্পিউটারের গতি বাড়ানোর জন্য হার্ডডিস্ক থেকে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা প্রয়োজন। এ জন্য প্রথমে হার্ডডিস্কের অপ্রয়োজনীয় তথ্য/ফাইল/প্রোগ্রাম সরাসরি মুছে ফেলুন। পরবর্তীতে Disk Cleanup কাজে লাগিয়ে অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলুন। এ জন্য স্টার্ট মেনু থেকে Disk Cleanup লিখে সার্চ করে ওপেন করুন। এবার যে ড্রাইভ ক্লিন করতে চান সেটি সিলেক্ট করে ওকে প্রেস করুন। এরপর যে ধরণের ফাইল মুছতে চান সেগুলো সিলেক্ট করে ওকে প্রেস করুন।  তাহলে কম্পিউটারের অস্থায়ী ফাইল, অফলাইন ওয়েব পেজ, ইনস্টলার ফাইলের মতো অপ্রয়োজনীয় ফাইল ও তথ্য মুছে যাবে।

নিয়মিত Recycle Bin Empty করুন

আমরা কোন কিছু ডিলিট করলে সাথে সাথে কম্পিউটারের মেমরী থেকে মুছে যায় না। সেগুলো জমা হয় Recycle Bin এ। এখানে এজন্য জমা হয় যে যদি আমরা ভুল করে কিছু ডিলিট করে থাকি তাহলে এখান থেকে Restore করা যায়। কম্পিউটারের স্পিড বজায় রাখতে নিয়মিত Recycle Bin Empty করুন। এজন্য Recycle Bin এর উপর রাইট বাটন ক্লিক করে Empty Recycle Bin এ ক্লিক করুন।

সার্চ অপশন বন্ধ রাখুন

সার্চ সুবিধা কম ক্ষমতার কম্পিউটারের গতি কম করে দেয়। আপনি যদি কাজের প্রয়োজনে নিয়মিত কম্পিউটারে ফাইল–ফোল্ডারের খোঁজ করেন, তাহলে সার্চ ইনডেক্সিং বেশ কার্যকর। যদি না করেন, তবে সার্চ ইনডেক্সিং সুবিধা বন্ধ করে রাখতে পারেন।

(১) এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে লিখুন Services লিখে সার্চ করে ওপেন করুন। এখান থেকে মাউস স্ক্রোল করে Windows Search অপশনটি খুজে বের করে ডাবল ক্লিক করে ওপেন করুন। জেনারেল ট্যাব থেকে Startup Type কলামে Disable করে Apply তে ক্লিক করুন। এবার ওকে প্রেস করে বের হয়ে আসুন। 

(২)  এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে Indexing Options সার্স করে ওপেন করুন। এবার Modify বাটনে ক্লিক করুন। যে ফোল্ডারগুলোকে ইনডেক্সে রাখার দরকার নেই, সেগুলোর বামে টিকচিহ্ন তুলে দিয়ে OK চাপুন। এবার Advanced বাটনে ক্লিক করে File Types অপশন থেকে অপ্রয়োজনীয় ফাইল বাদ দিয়ে OK চাপুন।

উল্লিখিত কম্পিউটারের গতি বাড়ানোর ৭টি টিপস ফলো করার পর আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি Restart করুন/বন্ধ করে অন করুন। তাহলে দেখবেন আপনার কম্পিউটার আগের চেয়ে ফাস্ট হয়েছে।

হার্ডওয়ার পরিবর্তন করে কম্পিউটারের গতি বৃদ্ধি

উল্লিখিত পদ্ধতি অবলম্বন করে কম্পিউটারের গতি আশানুরূপ বৃদ্ধি না পেলে হার্ডওয়ার পরিবর্তন করা যেতে পারে। যেমন-

  • Hard Disk এর পরিবর্তে SSD
  • RAM মেমরী বৃদ্ধি। ইত্যাদি।
Share the Post:

Related Posts

Payoneer Master Card ফ্রিল্যান্সারদের স্বপ্ন

ফ্রিল্যান্সারদের কাছে Paoneer একটি জনপ্রিয় Payment Gateway। এখানে আপনার ইনকাম করা ডলার আপনি খুব সহজেই Transfer করতে পারেন এবং Withdraw করতে পারেন। তবে আপনার একটু ভুলের জন্য আপনার কষ্টার্জিত টাকা আটকে যেতে পারে। তাই সঠিক নিয়ম জেনে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন।

Read More